NewsOne24

পয়েন্ট হারাল বাংলাদেশ, শীর্ষে ফিরল দ. আফ্রিকা

খেলা ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ১৯ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই বাংলাদেশকে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা। বুধবার রাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১০৪ রানে পরাজিত করে প্রোটিয়ারা। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে জেতে ফাফ ডু প্লেসিসের দল। দারুণ পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেল দক্ষিণ আফ্রিকা। ভারতকে টপকে ওঠে গেল র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। অন্যদেক বাজে পারফরম্যান্সের জন্য পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিরাট কোহলির দলকে টপকে শীর্ষস্থান পুনর্দখল করে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশকে দুই ম্যাচে হারানোর ফলে দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট এখন ১২০। ভারতের পয়েন্টও সমান ১২০। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছিল ভারত। বাংলাদেশকে দুই ম্যাচে টানা হারিয়ে শীর্ষস্থান পুনর্দখল করল প্রোটিয়ারা।

বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে নিজেদের জায়গা ধরে রাখলেও রেটিং কমেছে টাইগারদের। টানা দুই ম্যাচে হেরে তিন পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ম্যাচে টানা জিতে বাংলাদেশের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নিয়েছে পাকিস্তান। তবে শ্রীলঙ্কার চেয়ে বেশ এগিয়ে রয়েছে মাশরাফির দল।

৯৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান ৯৫ এবং শ্রীলঙ্কা ৮৬ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করে। বাংলাদেশের রেটিং পয়েন্ট কমে ৯২-এ নেমে গেছে। অন্যদিকে ছয় নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্ট বেড়ে ৯৮-তে উন্নীত হয়েছে। শ্রীলঙ্কার কমেছে দুই পয়েন্ট। অর্থাৎ, আট নম্বরে থাকা শ্রীলঙ্কার চেয়ে এখনো আট পয়েন্ট এগিয়ে রয়েছে টাইগাররা।

সমান ১১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ১১১ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড রয়েছে পাঁচ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজ ৭৭ এবং আফগানিস্তান ৫৪ পয়েন্ট নিয়ে নয় ও দশ নম্বরে রয়েছে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জয় পেলে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ১২১। অন্যদিকে হেরে গেলে পয়েন্ট কমে ১১৭-তে নেমে যাবে। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে শেষ ম্যাচে হারালেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরার সুযোগ রয়েছে ভারতের সামনে। সেক্ষেত্রে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাতে হবে ভারতের।

নিউজওয়ান২৪.কম