NewsOne24

বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৯:৪৮ এএম, ২ মার্চ ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি


রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) রাতে মামলাটি মামলাটি করে রমনা থানা পুলিশ। মামলায় অবহেলাজনিত হত্যাকাণ্ডসহ আরো কিছু আইনের ধারা উল্লেখ রয়েছে।

এর আগে, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ভবনটির ২ রেস্তোরাঁ মালিক ও কাচ্চি ভাইয়ের ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য জানতে হেফাজতে নেয়া হয়েছে আরো কয়েকজনকে। মামলাটি তদন্ত করছেন রমনা থানার পরিদর্শক (তদন্ত) আবু আনসার।

পুলিশ জানিয়েছে, আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৮ জন ভর্তি আছেন। বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৮জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিউজওয়ান২৪.কম/Wahid