সাকিবের দৃষ্টিতে ক্রিকেট অনুরাগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
খেলা ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৩০ আগস্ট ২০১৭ বুধবার
বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রিকেট অনুরাগ বিষয়ে সাকিব আল হাসান বলেন, ‘উনি সব সময় সাপোর্ট দেন, ক্রিকেট অনেক পছন্দ করেন। সেই সাপোর্ট দেখাতে এসেছিলেন।’
ক্রিকেট বিষয়ে প্রধানমন্ত্রীর আগহের প্রসঙ্গে সাকিব আরও বলেন, ‘উনি বললেন, কালকেও আসতে চেয়েছিলেন, ব্যস্ততার কারণে আসতে পারেননি। শেষ মুহূর্তেও আসতে চেয়েছিলেন। পাপন ভাই বলেছেন যে আসলে আর দুই এক ওভার পেতে পারেন, তখন আর আসেননি।’
খেলা শেষে এক ঘনিষ্ঠ সাংবাদিককে এসব কথা বলেন ম্যাচ সেরা সাকিব আল হাসান।
তিনি আরও বলেন, ‘এমন সাপোর্ট সবসময় অনুপ্রেরণা জোগায় অবশ্যই। দলের ভালো করার জন্য এমন সাপোর্ট অনেক দরকার। প্রধানমন্ত্রী আসা মানে আমরা জানি যে আমাদের পেছনে পুরো দেশই আছে।
প্রসঙ্গত, কোনো বিদেশি দলের সঙ্গে বাংলাদেশের খেলা চলছে- বিশেষ করে ক্রিকেট মাঠে, তিনি নিয়মিত মুখ। দেশের মাটিতে বাংলাদেশের খেলা থাকলে শত ব্যস্ততার মাঝেও সময় বের করে প্রায়ই মাঠে ছুটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছিলেন আজ (বুধবার) অস্ট্রেলিয়াকে হারানোর দিনেও। চরম স্বাসরুদ্ধকর মুহূর্তে দেশের সরকার প্রধানকে মাঠে পেয়ে উজ্জীবিত হয় দলও। সাকিব আল হাসানের বয়ানে সেকথারই অনুরণন পাওয়া গেল।
ডেইলি বাংলাদেশ/আরএ