NewsOne24

চঞ্চল যখন ‘রসু চুর’

শোবিজ ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৮:০৬ পিএম, ২৩ আগস্ট ২০১৭ বুধবার

রসু গ্রামের একজন নামকরা সিধেল চোর। এক সময় প্রতি রাত ব্যস্ততার মধ্যে কাটলেও এখন তার এই সিধেল চুরি প্রায় বিলুপ্তির পথে। এই নিয়ে তার আক্ষেপের শেষ নেই। কারণ সে এই পেশাকে শিল্প মনে করে।

চোর হিসেবে রসু মার্কামারা হওয়ার কারণে গ্রামের ভিতরে যে কোন চুরি হলেই গ্রামের মোড়ল কাশু মাতব্বর বিচারে রসুকে জুতার বাড়ি দেয়। আর এই জুতা মারার দায়িত্বে থাকে গ্রামের যুবক হাসু।–এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘রসু চোর’। রসু চোরের ভূমিকাতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

বৃন্দাবন দাসের রচনায় কমেডি প্রধান এই নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। নাটকটির চঞ্চল চৌধুরী ছাড়াও আরও অভিনয় করেছেন আখম হাসান, শাহনাজ খুশি, প্রাণ রায় প্রমুখ।

ঈদ উপলক্ষে এটিএন বাংলায় এবার প্রচার হবে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। বিশেষ এই আয়োজনে ঈদের ৬ষ্ঠ দিন রাত সাড়ে ৮ টায় প্রচার হবে ‘রসু চোর’।

নিউওয়ান২৪.কম