পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড
স্পোর্টস ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৯:১৫ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার

আগামী মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। দুদলের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আইরিশরা বাংলাদেশ সফরে খেলবে তিন ম্যাচের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ। থাকছে একমাত্র টেস্ট। এ লক্ষ্যে আগামী ১২ মার্চ বাংলাদেশে পা রাখবে আয়ারল্যান্ড ক্রিকেট দল।
১৫ মার্চ হবে দুই দলের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ। ১৮ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজের লড়াই। ২০ ও ২৩ মার্চ হবে পরের দুটি ওয়ানডে। ওয়ানডে সিরিজ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
ওয়ানডে শেষে চট্টগ্রামে চলে যাবে দুই দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬, ২৮ ও ৩০ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি টি টোয়েন্টি। একমাত্র টেস্ট ম্যাচ ৪ এপ্রিল শুরু হবে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
এর আগে ২০০৮ সালে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল আয়ারল্যান্ড। দলটির বিরুদ্ধে ওয়ানডেতে বাংলাদেশের জয় সাতটি, হার দুটি। টি টোয়েন্টিতে তিন জয়, হার একটি। টেস্টে দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়নি।
নিউজওয়ান২৪.কম/এসএ