NewsOne24

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.১ ডিগ্রি 

নিউজওয়ান২৪ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৫:৪১ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার

ফাইল ফটো

ফাইল ফটো

কুয়াশা কম এবং দিনভর রোদ থাকায় শীতার্তদের দুর্ভোগ অনেকটা কম হচ্ছে। ঠাণ্ডা থেকে বাঁচতে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় আগুন পোহাচ্ছেন লোকজন। 

পঞ্চগড়ে জেলায় গত দশ দিন ধরে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। পৌষের শেষে এসে শীতে কাঁপছে শীতসহিষ্ণু গড়বাসী। যদিও প্রায় প্রতিদিনই সকালে রোদের দেখা মিলছে।

আজ (শনিবার) পঞ্চগড়ের এবং একইসঙ্গে দেশের সর্বউত্তরের উপজেলা তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি শীত মৌসুমে সারাদেশের মধ্যে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা বলে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান। 

গতকাল শুক্রবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১০ জানুয়ারি এখানে ৬ দশমিক ৯ এবং ৯ জানুয়ারি ৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

গত ৫ জানুয়ারি থেকেই পঞ্চগড়ে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এ অবস্থা আরও কয়েকদিন চলমান থাকতে পারে বলে আবহাওয়া কর্মকর্তা রাসেল জানান। তবে কুয়াশা কম এবং দিনভর কড়া রোদ থাকায় শীতার্তদের দুর্ভোগ অনেকটা কম হচ্ছে বলে তিনি মনে করছেন।

তবে শহরের বাসিন্দা কয়েকজন প্রবীণ জানান, কুয়াশার সঙ্গে উত্তরের কনকনে শীতল বাতাসের কারণে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। শনিবার ভোররাত থেকে দিনের দীর্ঘ সময় ঘন কুয়াশায় ঢাকা ছিল পঞ্চগড়। 

সকাল সাড়ে ৭টার দিকেই সূর্যের দেখা মিললেও ঘন কুয়াশার কারণে আলো ছড়াতে পারেনি দিবাকর। এজন্য সকাল বেলা অনেককেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্ঠা করতে দেখা গেছে।

শহরের ইসলামবাগ এলাকার হাফেজ আলী বলেন, “সকালে সূর্যের দেখা পাওয়া গেলেও রোদ ওঠে অনেক পরে। বেলা প্রায় ১১টা পর্যন্ত তীব্র শীত লাগে গায়ে।”

পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, প্রতি বছর শীতপ্রবণ এই এলাকার মানুষের কথা ভেবে সরকারিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুরক্ষিত রাখা হয়।

চলতি শীত মৌসুমে এরই মধ্যে সরকারিভাবে জেলায় প্রায় ৫০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে জেলা প্রশাসক বলেন, আরও নতুন করে বরাদ্দ চেয়ে বার্তা পাঠানো হয়েছে।

একইসঙ্গে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৮ সালের জানুয়ারিতে তীব্র শৈত্যপ্রবাহের প্রকোপে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে সর্বনিম্ন ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

নিউজওয়ান২৪/একে