NewsOne24

সরকার লুটপাটের মাধ্যমে দেশকে শূন্য করেছে

নিজস্ব সংবাদদাতা

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ৭ জানুয়ারি ২০২৩ শনিবার

গয়েশ্বর চন্দ্র রায়

গয়েশ্বর চন্দ্র রায়


আওয়ামী লীগ সরকার লুটপাটের মাধ্যমে দেশকে শূন্য করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (৭ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক বিক্ষোভ মিছিলের পূর্বে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, এই সরকার এখন তারেক রহমানের প্রতি রাগ। কারণ, তিনি দেশে না থেকেও দেশবাসীকে জাগ্রত করেছেন। তার নেতৃত্বে এই গণজাগরণে সরকার এখন আতঙ্কিত।

তিনি বলেন, তারেক রহমানের কোনো অস্থাবর সম্পত্তি নেই। এটা সরকারের মিথ্যাচার।

বিএনপির এই নেতা বলেন, ভোটহীন এই সরকারের মন্ত্রী বা এমপিরা কোনো প্রতিষ্ঠান থেকে কত টাকা লুটে করেছে তার সবকিছুই বেরিয়ে আসবে। তখন কিন্তু শেখ হাসিনা বোরখা পরে রাস্তায় নামতে পারবে না।

গয়েশ্বর বলেন, দেশে বর্তমান পরিস্থিতে আন্দোলনের কোনো বিকল্প নেই। এই সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

নিউজওয়ান২৪.কম/আরএডব্লিউ