গেল বছর সড়ক কেড়ে নিয়েছে ৭৭১৩ প্রাণ
নিজস্ব সংবাদদাতা
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৭ জানুয়ারি ২০২৩ শনিবার
ফাইল ফটো
২০২২ সালে সারাদেশে ৬ হাজার ৮২৯টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৭১৩ জন নিহত হয়েছেন।
এ ছাড়া ১৯৭টি নৌ-দুর্ঘটনায় ৩১৯ জন এবং ৩৫৪টি রেলপথ দুর্ঘটনায় ৩২৬ জন নিহত হয়েছেন।
শনিবার (৭ জানুয়ারি) সকালে ‘রোড সেফটি ফাউন্ডেশন’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে গেল বছর মোট ৮ হাজার ৩৫৮ জন নিহত হয়েছে। সড়কে ১২ হাজার ৬১৫ জনসহ মোট আহত হয়েছেন ১২ হাজার ৮০১ জন।
নিহতের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ হাজার ৯১ জন, যানবাহনের চালক ও সহকারী ১ হাজার ৬৪৮ জন, নারী ১ হাজার ৬১ জন এবং শিশু ১ হাজার ১৪৩ জন রয়েছেন।
এ ছাড়া বাস যাত্রী ৪২৭ জন, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান-ট্রাক্টর-ট্রলি-লরি আরোহী ৪৫৩ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স-জীপ যাত্রী ২৬৮ জন, থ্রি-হুইলার যাত্রী এক হাজার ২৪৮ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ৩৯৩ জন এবং বাইসাইকেল-প্যান্ডেল রিকশা-রিকশাভ্যান আরোহী ২০৬ জন নিহত হয়েছে।
নিউজওয়ান২৪.কম/আরএডব্লিউ