ধর্মের ভুল ব্যাখ্যায় উদ্বুদ্ধ হয়ে জঙ্গিবাদে জড়াতে চেয়েছিলেন তারা
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৯:০০ পিএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
ছবি: সংগৃহীত
উগ্রবাদী চিন্তায় উদ্বুদ্ধ হয়ে ‘দুনিয়া কিয়ে মুসাফির’ নামে একটি ফেসবুক গ্রুপে যুক্ত হন ৯ তরুণ-তরুণী। তারা দেশের বিভিন্ন এলাকার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একপর্যায়ে তাদের নির্বিঘ্নে ধর্ম পালনের জন্য পাহাড়ি এলাকার নিরিবিলি পরিবেশে যাওয়ার কথা বলা হয়। রাঙামাটি পৌঁছেও গিয়েছিলেন। সেখানে প্রত্যাশামতো পরিবেশ না পেয়ে ফিরে এসেছিলেন চট্টগ্রামে। সেখান এক তরুণী অসুস্থ হলে তাকে ভর্তি করা হয় হাসপাতালে।
এর মধ্যে তাদের খবর পেয়ে নয়জনকে নিজেদের হেফাজতে নেয় র্যাব। ওই ৯ তরুণ-তরুণীকে আজ সোমবার দুপুরে র্যাব সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ওই তরুণ-তরুণীরা বলেছেন, নিজেদের ভুল বুঝতে পেরে তাঁরা উগ্রবাদের পথ ছেড়েছেন।
আরো পড়ুন: সশস্ত্র জিহাদের পরিকল্পনা ছিল আল-কায়েদা মতাদর্শীদের: সিটিটিসি
‘নবদিগন্তের পথে’ শিরোনামে র্যাবের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। তিনি ৯ তরুণ-তরুণীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও বই উপহার দেন। পাশাপাশি তাদের নগদ অর্থসহায়তা দেন তিনি।
র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, অনেক তরুণ-তরুণী ধর্মের ভুল ব্যাখ্যায় উদ্বুদ্ধ হয়ে উগ্রবাদের পথে পা বাড়াচ্ছেন। সন্তানেরা যেন ভুল পথে পা না বাড়ান, সেজন্য সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ এবং মা–বাবাকে সন্তানের প্রতি যত্নবান হতে হবে।