আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৪
বিশ্ব সংবাদ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৮:২৯ পিএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট অঞ্চলের মধ্য আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৯ যাত্রী।
সোমবার (০২ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর বিবিসির
কুইন্সল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসাধীন এক নারী ও দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।
তবে কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা জায়নি। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো জানিয়েছে, বিষয়টি তারা তদন্ত করবে।