মেসির দলকে হারিয়ে দিলো লাঁস
স্পোর্টস ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি
লিগ ওয়ানের চলতি মৌসুমে অজেয় দল হয়ে উঠেছিল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। অবশেষে নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) পিএসজির অপরাজেয় থাকার দৌঁড় থামিয়েছে লাঁস।
বোলার্ট ডেলেসিস স্টেডিয়ামে প্যারিসিয়ানদের উড়িয়ে দিয়েছে লাঁস। তাতে লাঁস কোচ ফ্র্যাঙ্ক হেইস বেশ হতবাক হয়েছেন।
প্রথম ১৬ ম্যাচ অপরাজিত থেকে পিএসজি খেলতে নেমেছিল লাঁসের বিপক্ষে। সেই ম্যাচে পিএসজির আধিপত্য বেশি ছিল। প্যারিসিয়ানরা বল দখলে রেখেছিল ৬০ শতাংশ। লক্ষ্য বরাবর পিএসজির শট ছিল ৬টি আর লাঁসের ছিল ৪টি। তবু পিএসজির বিপক্ষে ৩-১ গোলের বড় জয় পেয়েছে স্বাগতিকেরা। যেখানে লাঁজের পক্ষে গোল করেন রিমিস্ল ফ্রাঙ্কোস্কি, লুইস ওপেন্দা ও অ্যালেক্সিস ক্লদি মরিস আর পিএসজির একমাত্র গোলটি করেন হুগো একিতিকে। দলের বড় ব্যবধানে জয় যেন বিশ্বাসই করতে পারছেন না লাঁজ কোচ হেইস। হেইস বলেন, ‘কি হলো এখানে? আমরা তাদেরকে উড়িয়ে দিয়েছি।’
চলতি মৌসুমে লিগ ওয়ানে ১৭ ম্যাচ খেলেছে লাঁস। ১২ জয়, ৪ ড্র ও ১ পরাজয়ে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লাঁস। শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৪৩। প্যারিসিয়ানরাও খেলেছে ১৭ ম্যাচ এবং গতকাল লিওনেল মেসি, নেইমারের মতো তারকা ফুটবলারদের ছাড়া খেলতে নেমেছিল।
নিউজওয়ান২৪.কম/রাজ