শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে স্মার্ট দেশ গড়ব
নিউজওয়ান২৪ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১ জানুয়ারি ২০২৩ রোববার
সংগৃহীত ছবি
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে স্মার্ট দেশ গড়ব আমরা।
তিনি বলেন, সরকার দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ সব ক্ষেত্রে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উন্নয়নের এই ধারা বন্যা বা করোনা মহামারি রুদ্ধ করতে পারেনি। আমাদের সামনে উন্নয়ন ও সমৃদ্ধির স্মার্ট বাংলাদেশের হাতছানি। এই সুযোগ কাজে লাগোতে হবে।
ধর্ম প্রতিমন্ত্রী শনিবার (৩১ ডিসেম্বর) জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের কুমিরদহ উচ্চ বিদ্যালয়ের ৪ তলাবিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সামনে জাতীয় নির্বাচনে আবারও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে হবে। কোনো অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. জামাল আব্দুন নাসের বাবুল, ইউএনও তানভীর হাসান রুমান, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহাদাত হোসেন স্বাধীন, হাবিবুর রহমান চৌধুরী শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় সুধীজন ও ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী ৭ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়সাপেক্ষ চার তলাবিশিষ্ট ইসলামপুর মডেল থানা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
নিউজওয়ান২৪.কম/রাজ