তাসকিনের কাছে টেস্টই সবচেয়ে বড় পরীক্ষা
খেলা ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ২১ আগস্ট ২০১৭ সোমবার
আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিন আহমেদের অভিষেক তিন বছর হলেও টেস্ট ক্রিকেটে খেলার বয়স আট মাসও পার হয়নি। এখন পর্যন্ত খেলেছেন মাত্র চারটি টেস্ট। আর এই চার টেস্ট খেলেই বুঝে গেছেন, টেস্ট ক্রিকেটের সঙ্গে সীমিত ওভারের ক্রিকেটের কতোটা পার্থক্য। টেস্ট ক্রিকেট কাঠিন্যটা বুঝেছেন তিনি। তবে খেলতে খেলতেই আরও বুঝতে এবং আত্মস্ত করতে পারবেন বলে আশা তার।
সোমবার মিরপুরে ৫০ আর ২০ ওভারের ক্রিকেটের সাথে তুলনা এলো সবচেয়ে মর্যাদার ক্রিকেট টেস্টের। আর সেই প্রসঙ্গে ২২ বছরের ফাস্ট বোলার তাসকিনের সরল স্বীকারোক্তি, ‘সত্যি কথা বলতে কি, আমি বেশি টেস্ট খেলিনি। চারটা ম্যাচ খেলে আমার মনে হয়েছে এই সংস্করণ অনেক কঠিন। আগে তো শুধু্ ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতাম। এখন টেস্টও খেলছি। টেস্টে পরিকল্পনা অনুযায়ী খেলতে হয়। চেঞ্জ অব পেস দরকার আছে। আশা করি পরিস্থিতি অনুসারে আমরা খেলতে পারবো।’
টি-টুয়েন্টি ও ওয়ানডের সঙ্গে টেস্ট ম্যাচের পার্থক্যটা তুলে ধরতে গিয়ে বললেন, ‘টি-টুয়েন্টিতে দেখা যায় একটা বা দুইটা স্পেলেই ম্যাচ শেষ। কিন্তু সাত আটটা স্পেল থাকে টেস্টে। জিনিসটা এতো সহজ নয়।’
এখন পর্যন্ত দেশের মাটিতে টেস্ট খেলা হয়নি তাসকিনের। লাল বলে দেশের উইকেট কেমন আচরণ করবে তা জানেন না ঠিক মতো। সুযোগ পেলে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে অন্যরকম অভিষেক হবে তাসকিনের। আর তাতে ভালো করার প্রত্যাশা করছেন তিনি, ‘নিউজিল্যান্ডে বোলিং করে যে আনন্দ পেয়েছি, তা শ্রীলঙ্কায় পাইনি। আর বাংলাদেশে আমি এখনো টেস্ট খেলিনি। আমার মনে হয় অনেক ধৈর্য ও দক্ষতার ব্যাপার। আশা করছি সামনে ভালো কিছু হবে- ইনশা আল্লাহ।’
প্রথম টেস্টের ১৪ সদস্যের দলে থাকলেও এখনও নিশ্চিত নয় তাসকিনের টেস্ট খেলা। তবে দলে আছেন বলেই নিজেকে ভাগ্যবান মানছেন, ‘টেস্টের স্কোয়াডে থাকা শান্তি পাওয়ার মতো। আমি নিজেকে ভাগ্যমান মনে করি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে থাকতে পেরে আনন্দিত।’
নিউজওয়ান২৪.কম