NewsOne24

বনানীতে শুল্ক ফাঁকি দেয়া বিএমডব্লিউ জব্দ

স্টাফ রিপোর্টার

নিউজওয়ান24.কম

প্রকাশিত : ১১:০৪ পিএম, ১২ এপ্রিল ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১২:৩৫ পিএম, ১৭ এপ্রিল ২০১৬ রোববার

জব্দ করা বিএমডব্লিউ গাড়ি

জব্দ করা বিএমডব্লিউ গাড়ি

ঢাকা: রাজধানীর বনানী থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার বিকেলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, বনানীর এফ ব্লকের ৩ নম্বর রোডের ১১২ নং বাড়ি থেকে বিএমডব্লিউ’র এক্স-ফাইভ সিরিজের একটি গাড়িটি জব্দ করা হয়।

তিনি আরও জানান, শুল্ক ফাঁকি দিয়ে কার্নেট সুবিধার অপব্যবহার করে অবৈধভাবে গাড়িটি আমদানি করা হয়। কার্নেট সুবিধা নিয়ে শুধুমাত্র একজন ট্যুরিস্ট নির্দিষ্ট সময়ে বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারেন। তবে এই গাড়িটি নির্দিষ্ট সময়ে আমদানি করা হয়নি এবং এর রেজিস্ট্রেশন নম্বরও ভুয়া।

গাড়ির মালিক জাহিদ হোসেন বৈশাখী টেলিভিশন ভবনের মালিক ও ঠিকাদারী ব্যবসা করেন। তিনি ৩ বছর আছে সিলেটের জাগর আহমেদের কাছ থেকে গাড়িটি কিনেছিলেন বলে জানায় শুল্ক গোয়েন্দা সূত্র।

নিউজওয়ান২৪.কম/এসডি