NewsOne24

প্রথম দিনে মেট্রোরেলের যাত্রী ৩৮৫৫, আয় ২৭৪৮৬০ টাকা

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৬:২৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

সাধারণ মানুষের জন্য মেট্রোরেল খুলে দেওয়ার প্রথম দিনে যাতায়াত করেছেন ৩ হাজার ৮৫৫ যাত্রী। রাজধানীর উত্তরার দিয়াবাড়ী-আগারগাঁও রুটে চলেছে ১০টি ট্রেন।

দিয়াবাড়ী থেকে সকাল ৮টায় যাত্রী নিয়ে প্রথম ট্রেন আগারগাঁওয়ের উদ্দেশে ছেড়ে যায়। আর আগারগাঁও থেকে দিয়াবাড়ীর উদ্দেশে প্রথম ট্রেনটি ছাড়ে সকাল ৮টা ১৫ মিনিটে।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের, যার দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। প্রাথমিকভাবে এই রুটে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রেন চলছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৪ মিনিটে মেট্রোরেলের উদ্বোধন করেন। উদ্বোধনের পরদিন থেকে সীমিত পরিসরে মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হয়েছে।

নিউজওয়ান২৪.কম/এসএ