৬ বছর পর বাংলাদেশে আসছে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার

৬ বছর পর বাংলাদেশে খেলতে আসছে ইংল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে ও তিনটি টি-২০ সিরিজ খেলবে ইংলিশরা। ১ মার্চ মিরপুরে শুরু হবে ওয়ানডে সিরিজ।
দ্বিতীয় ওয়ানডে একই ভেন্যুতে ৩ মার্চ মাঠে গড়াবে। এরপর চট্টগ্রামে যাবে দুই দল। সেখানে ৬ মার্চ খেলবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। তিন ম্যাচের টি-২০ সিরিজও হবে চট্টগ্রামে। প্রথম ম্যাচ ৯ মার্চ এবং পরের দুই ম্যাচ যথাক্রমে ১২ ও ১৪ মার্চ মাঠে গড়াবে।
ওয়ানডে সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ। যে লিগের পয়েন্টের ওপর ভিত্তি করে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে কারা খেলবে তা নির্ধারণ হবে।
তবে সুপার লিগের টেবিলে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। ইংল্যান্ডের সমান ১৮ ম্যাচ খেলে তুলেছে ১২০ পয়েন্ট। টেবিলে আছে পাঁচে। ইংলিশরা সেখানে ১২৫ পয়েন্ট নিয়ে আছে চারে।
নিউজওয়ান২৪.কম/এসএ