মেট্রোরেলে ১০ মিনিটে দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার
বহুল প্রতীক্ষিত স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ প্রবেশ করল মেট্রোরেল যুগে। মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা টিকিট কেটে মেট্রোরেলে চড়ে উত্তরার দিয়াবাড়ী স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেন।
বুধবার বেলা ২টায় দিয়াবাড়ি স্টেশন থেকে মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রা করে। মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ডে আগারগাঁও স্টেশনে পৌঁছায় মেট্রোরেল। সেখানে পৌঁছানোর পর মেট্রোরেল থেকে হাসিমুখে নেমে আসেন প্রধানমন্ত্রী ও অন্য যাত্রীরা।
আরো পড়ুন: গৌরবের আরেক মাইলফলক মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
এর আগে, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী দিয়াবাড়ি স্টেশনে সবুজ পতাকা নাড়িয়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন। তার আগে তিনি মেট্রোরেলের টিকিট (কার্ড) কেনেন। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। তিনিও টিকিট কেনেন।
নিউজওয়ান২৪.কম/এসএ