নায়ক রাজ রাজ্জাক মারা গেছেন
শোবিজ ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ২১ আগস্ট ২০১৭ সোমবার
নায়ক রাজ রাজ্জাক মারা গেছেন। আজ বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। তার লাশ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাখা আছে। নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিবারের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।
যিনি নায়করাজ রাজ্জাক নামে সুপরিচিত, একজন বিখ্যাত বাংলা চলচ্চিত্র অভিনেতা। ষাটের দশকের মাঝের দিকে তিনি চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। ষাটের দশকের বাকি বছরগুলোতে এবং সত্তরের দশকেও তাঁকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হত।
রাজ্জাক পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। কলকাতার খানপুর হাইস্কুলে সপ্তম শ্রেণীতে পড়ার সময় স্বরসতী পূজা চলাকালীন সময়ে মঞ্চ নাটকে অভিনয়ের জন্য তার গেম টিচার রবীন্দ্রনাথ চক্রবর্তী তাঁকে বেছে নেন নায়ক অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রে। শিশু-কিশোরদের নিয়ে লেখা নাটক বিদ্রোহীতে গ্রামীণ কিশোর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই নায়ক রাজের অভিনয়ে সম্পৃক্ততা।
নিউজওয়ান২৪.কম