মেট্রোরেল উদ্বোধনের পর মোনাজাতে করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১২:০১ পিএম, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধনের পর মোনাজাতে করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন।
মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মোহাম্মাদ মিজানুর রহমান।
মোনাজাতে শুকরিয়া আদায় করে দেশের উন্নতি-সমৃদ্ধি কামনা করা হয়। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেন উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় সেই দোয়া করা হয়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ শহীদ সবার আত্মারা মাগফিরাত কামনা করা হয় মোনাজাতে।
মেট্রোরেল পরিষেবার প্রথম ধাপের উদ্বোধনের মধ্যদিয়ে ঢাকাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো।
লাল ফিতা কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরীর সবচেয়ে আধুনিক পরিবহন ব্যবস্থার প্রথম যাত্রী হবেন।
উদ্বোধনের পর রুটের মধ্যবর্তী স্টেশনে কোনো স্টপেজ ছাড়াই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলবে। পরের দিন (বৃহস্পতিবার) থেকে যাত্রীরা ট্রেনে যাতায়াত করতে পারবেন।