NewsOne24

পরিবারের সঙ্গে মেসির জয় উদযাপন

স্পোর্টস ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০২২ সোমবার

কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর আবারও শিরোপা জিতল আর্জেন্টিনা। রবিবার কাতার থেকে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে। আর্জেন্টিনার উন্মত্ত উদ্‌যাপন কিছুক্ষণের জন্য থামল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য। পুরস্কারমঞ্চে সবার শেষে যখন বিশ্বকাপের ট্রফি আর্জেন্টিনা অধিনায়ক মেসির হাতে তুলে দেওয়া হলো, আবার শুরু হয়ে গেল উদযাপন।

সেখানে যোগ দিলেন খেলোয়াড়দের পরিবারের সদস্যরা। মেসি প্রথমে জড়িয়ে ধরলেন মাঠে নেমে আসা তাঁর মাকে। এরপর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোসহ তিন ছেলেকে জড়িয়ে ধরলেন চোখে আনন্দাশ্রু নিয়ে।

মেসি এরপর পরিবারের সব সদস্যকে নিয়ে ছবি আর সেলফি তুললেন। সঙ্গে তো বিশ্বকাপের ট্রফি ছিলই। একটা সময়ে বড় ছেলে থিয়াগোর গলায় পরিয়ে দিলেন সোনার পদক।

মেসির কোলে উঠে ছোট ছেলে সিরো হাতে নেয় সেরা খেলোয়াড়ের স্মারক গোল্ডেন বল। পরে সেটা হাত বদলে কিছুক্ষণের জন্য ছিল মেজ ছেলে মাতেওর হাতেও। এভাবে পরিবারের সদস্যদের সঙ্গে মেসির উদ্‌যাপন চলে অনেকক্ষণ।