NewsOne24

গাড়ির জন্য ভালবাসা

শোবিজ ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ১৮ আগস্ট ২০১৭ শুক্রবার

সামনের সিটে বসা মানুষটি আবুল হায়াত। পুরনো আমলের গাড়িটির প্রতি তার অদ্ভুত ভালোবাসা। জানা গেল, ১৯৩৬ সালের মডেলের গাড়ি এটি। যার সঙ্গে পরিবারের ঐতিহ্য জড়িত। কেউ এ গাড়ি নিয়ে না ভাবলেও পরিবারের বড় ছেলে আবুল হায়াত যত্ন করে রেখেছেন।

‘অযান্ত্রিক’ নামের টেলিফিল্মে দেখা যাবে এমনটা। ঈদ উপলক্ষে রচনা ও পরিচালনা করছেন মামুনুর রশীদ।
নাটকটির গল্প সম্পর্কে নির্মাতা বলেন, ‘ঐতিহ্য, মূল্যবোধের যে টানাপোড়েন— গাড়িটিকে কেন্দ্র করে, তা ধরা দিয়েছে এই টেলিফিল্মে। এরই মধ্যে ধানমন্ডির বিভিন্ন লোকেশনে শুটিং শেষ হয়েছে।’

পরিবারের ছোট মেয়ে রানীর চরিত্রে অভিনয় করছেন সুমনা সোমা। বাড়ির পুরোনো পিয়ানো ও গাড়িটি নিয়ে দারুণ উন্মাদনা তার।

সোমা বলেন, ‘রানী সব সময় গাড়িটিকে ছুঁয়ে দেখতে চায়, গাড়ির ওপর চড়ে বসে, বন্ধ গাড়িটিকে চালাতে চায়।’

মামুনুর রশীদ বললেন, ‘ঋত্বিক ঘটকের বিখ্যাত একটি ছবির নাম অযান্ত্রিক। তাই এই টেলিফিল্মের নাম পরিবর্তন করা হতে পারে। গল্পের সঙ্গে মিল রেখে নাম খুঁজছি, পেলেই নতুন নাম দেব।’

বিশেষ চরিত্রে নির্মাতাও অভিনয় করছেন। আরো আছেন ফজলুর রহমান বাবু, শাহ আলম দুলাল, আহসানুল্লাহ মিনু, সাবেরী আলম, সাজু খাদেম প্রমুখ।

‘অযান্ত্রিক’ প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে।

নিউজওয়ান২৪.কম