‘এটা আল্লাহর বিশেষ রহমত’
নিউজওয়ান২৪ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০১:৩৫ পিএম, ২৫ জুন ২০২২ শনিবার

সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
পদ্মা সেতু ভবিষ্যতে আরো বড় বড় কাজ করতে উৎসাহ দেবে বলে মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেনা প্রধান এ কথা বলেন।
তিনি বলেন, আমি একজন বাংলাদেশি হিসেবে আজ সত্যিই গর্বিত। এমন একটা অর্জন সশরীরে দেখে যেতে পারলাম। এটা আল্লাহর বিশেষ রহমত বলে মনে করি।
পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। এ সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। গুরুত্বপূর্ণ এ সেতু রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য বড় শহরের সঙ্গে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক এবং রেল যোগাযোগ স্থাপন করবে।