NewsOne24

ডিএনসিসির কোভিড হাসপাতালে বাড়ছে রোগী

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ২১ এপ্রিল ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর মহাখালীতে ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯’ হাসপাতালে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাস আক্রান্ত রোগী। চিকিৎসা নিতে আসা রোগীর মৃত্যুর সংখ্যাও বাড়ছে। উদ্বোধনের পর থেকে  তিনদিনে হাসপাতালে ১৩ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন।

আজ (বুধবার) দুপুরে হাসপাতালে এক জরুরি সংবাদ সম্মেলনে হাসপাতালটির পরিচালক এ কে এম নাসির উদ্দিন বলেন, ঢাকাসহ সারাদেশের করোনা রোগী এই হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসছেন। এর মধ্যে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চারজন রোগী মারা গেছেন। এর আগের দুইদিনে মারা গেছেন ৯ জন। এছাড়া এই হাসপাতালে এখন পর্যন্ত ৩০০ জন করোনা রোগী চিকিৎসা নিয়েছেন। 

তিনি আরো বলেন, যে সব করোনা রোগী এই হাসপাতালে আসছেন প্রায় রোগীর অবস্হা আশংকাজনক। এখানের চিকিৎসক, নার্স ও স্টাফরা রোগী ম্যানেজ করতে হিমসিমের মধ্যে পড়তে হচ্ছে। তবুও আমরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। রোগীরা যেন সেবা থেকে বাদ না পড়ে সে লক্ষ আমাদের রয়েছে। 

গত ১৮ এপ্রিল করোনা চিকিৎসায় এক হাজার শয্যার এই হাসপাতালটি উদ্বোধন করা হয়। আজ বুধবার পর্যন্ত হাসপাতালটিতে ১২৪ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৭৫ জন।