কাল থেকে অভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে ফ্লাইট শুরু
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ২০ এপ্রিল ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি
দেশের সাতটি অভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হবে আগামীকাল বুধবার।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী জিয়া উল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
বেবিচক সূত্র জানিয়েছে, পরবর্তীতে সার্কুলার দেওয়ার মাধ্যমে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে, গত ৫ এপ্রিল থেকে দেশের সব অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দেয় বেবিচক।