নারী রেফারির জুতার ফিতা খুলে দিলেন রিবেরি (ভিডিও)
খেলা ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১০:৫৩ পিএম, ১৩ আগস্ট ২০১৭ রোববার | আপডেট: ১০:৫৪ পিএম, ১৩ আগস্ট ২০১৭ রোববার
জার্মানির ঘরোয়া ফুটবল লিগ বুন্দেসলিগায় কেমনিটজের মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৮৫ মিনিটে ফ্রি কিক পায় বায়ার্ন। দলের পক্ষে ফ্রি কিক নেওয়ার জন্য বল প্লেস করছিলেন বায়ার্নের ফরাসি মিডফিল্ডার ফ্র্যাঙ্ক রিবেরি। কিন্তু বল প্লেস করতে গিয়ে নারী রেফারির জুতার ফিতা খুলে দেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
বুন্দেসলিগায় কেমনিটজ এবং বায়ার্ন মিউনিখের মধ্যকার ম্যাচটিতে রেফারির দায়িত্বে ছিলেন বিবিয়ানা স্টেনহাউস। দু`দলের মধ্যকার এই ম্যাচ দিয়ে বুন্দেসলিগার ইতিহাসে প্রথম কোনো নারী রেফারি হিসেবে নাম লেখান স্টেনহাউস। প্রথম ম্যাচেই রিবেরির কল্যাণে স্টেনহাউসের সঙ্গী হয়েছে মজার এই অভিজ্ঞতা।
সাথে সাথেই টের পেয়ে যান স্টেনহাউস। রেফারি টের পাওয়া মাত্র জুতার ফিতা খোলা বাদ দিয়ে বল প্লেস করার দিকে মনযোগ দেন রিবেরি। বল প্লেস করে ফ্রি কিক নিয়ে শেষ পর্যন্ত অবশ্য সাফল্যের দেখা পান বায়ার্নের এই ফরাসি তারকা। ফ্রি কিক আটকানোর জন্য তৈরি করা প্রতিপক্ষের দেওয়াল ফাঁকি দিয়েই কেমনিটজের জালে বল জড়ান তিনি।
নিউজওয়ান২৪.কম