যমুনা শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ
চট্টগ্রাম প্রতিবেদক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১০:০০ পিএম, ১১ এপ্রিল ২০২১ রোববার
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে যমুনা শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজের পাইপ কাটার সময় বিস্ফোরণে অন্তত তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
সীতাকুণ্ডের শিতলপুরে আজ রবিবার বেলা পৌনে বারোটার সময় এ ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকেরা হলেন- মো. পাইলট (২২), মো. সামাদ (৪০) ও মো. জিহাদ (১৮)। তাদের সবার বাড়ি সিতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বড়ইতলা গ্রামে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের নায়েক শিলাব্রত দাস জানিয়েছেন, হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে এই তিন জনের চিকিৎসা চলছে।
বাংলাদেশ মেটাল ওয়ার্কাস ফেডারেশেনের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী জানান, জাহাজের ইঞ্জিন রুমে উপরে শ্রমিকেরা পাইপ কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। পাইপের মধ্যে তেল ছিল। কাটাইয়ের স্ফুলিঙ্গ তেলের সংস্পর্শে আসায় বিস্ফোরণ হয়। আহত হয় তিন শ্রমিক।
বিস্ফোরণে ক্ষয়ক্ষতি নিরুপণে সরকারি কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন।