বইমেলা-বিনোদন কেন্দ্র বন্ধে সুপারিশ
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১২:১১ এএম, ২ এপ্রিল ২০২১ শুক্রবার

ফাইল ছবি
করোনা পরিস্থিতি মোকাবিলায় বইমেলা ও বিনোদন কেন্দ্র বন্ধের সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
বৃহস্পতিবার এ সুপারিশ করা হয়।
এর আগে সংস্কৃতি প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, যেকোনো পরিস্থিতিতে বইমেলা চলবে। বুধবার বইমেলার সময় বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নতুনভাবে নির্ধারণ করা হয়েছে।
এদিকে মঙ্গলবার বইমেলা চলবে কি চলবে না এ নিয়ে বাংলা একাডেমির পরিচালকরা মহাপরিচালকের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে বইমেলা চালানো উচিত হবে কি হবে না এ নিয়েও বিভিন্ন পরিচালক মতামত দেন পরিচালকরা।