চার পৌরসভায় ভোটগ্রহণ কাল
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১১:২৬ পিএম, ৩০ মার্চ ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি
যশোর সদর, মাদারীপুরের কালকিনি, ঠাকুরগাঁও সদর ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ হবে আগামীকাল বুধবার।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষে ইসির পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, যশোর সদর ও মাদারীপুরের কালকিনি পৌরসভায় সব পদে এবং ঠাকুরগাঁও সদর ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় একটি করে সাধারণ ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে চার পৌরসভায় ভোটগ্রহণ করা হবে। প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সুবিধার্থে ইভিএম ব্যবহার পদ্ধতি বিষয়ক একটি নির্দেশিকার প্রয়োজনীয় সংখ্যক ব্যবস্থা করা হয়েছে।