মেসির কারণেই বার্সা ছাড়লেন নেইমার!
খেলা ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৯:১৬ পিএম, ২ আগস্ট ২০১৭ বুধবার | আপডেট: ১০:২৯ পিএম, ২ আগস্ট ২০১৭ বুধবার
বার্সেলোনার নাম্বার ওয়ান সুপার স্টার লিওনেল মেসির কারণেই নাকি ক্লাব বদল করছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
নেইমারের বার্সা ছাড়ার পেছনে যতগুলো কারণ বলা হচ্ছে তার মধ্যে মেসিই নাকি অন্যতম।
বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমত টাকার জন্য তিনি নতুন ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন।
প্রতি সপ্তাহে তিনি ৬৫০,০০০ পাউন্ড সম-পরিমাণ বেতন পাবেন। এর থেকে কোনো ট্যাক্সও দিতে হবে না। কারণ ক্লাবই ট্যাক্স পরিশোধ করে দেবে।
এরপরেই রয়েছে মেসি ফ্যাক্ট। নেইমার অনেক ভালো ফুটবলার, কিন্তু লিওনেল মেসি এখনও বার্সেলোনায় এক নম্বর।
সেই স্থান, মর্যাদা যে সহসা বদলাবে সে সম্ভাবনা নেইমার দেখছেন না। কিন্তু পিএসজিতে গেলে তিনি হবেন সেখানকার মধ্যমণি।
নেইমার বার্সা ছাড়ছেন একথা শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। অবশেষে বুধবার বার্সা জানিয়ে দেয়, তারা নেইমারকে ছাড়তে প্রস্তুত।
তবে নেইমারকে পেতে কাতারি মালিকানাধীন ক্লাব প্যারিস সেইন্ট জার্মান- পিএসজিকে গুনতে হবে রেকর্ড পরিমান ২৬০ মিলিয়ন ডলার ট্রান্সফার ফি।
নিউজওয়ান২৪.কম