NewsOne24

টিকা নিয়ে বিপাকে মিথিলার স্বামী সৃজিত

বিনোদন প্রতিবেদক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১২:০৪ এএম, ২৭ মার্চ ২০২১ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

করোনাভাইরাসের টিকা নিয়ে বিপাকে পড়েছেন মিথিলার স্বামী এবং কলকাতার পরিচালত সৃজিত মুখার্জি। বুধবার (২৪ মার্চ) টিকা নেয়ার পর সেই ছবি ফেসবুকে পোস্ট করলে প্রশ্নের সম্মুখীন হন তিনি। 

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, ৬০ বছরের ঊর্ধ্বে এবং ৪৫ বছরের ঊর্ধ্বে যাদের কো-মর্বিডিটি রয়েছে তাদেরই টিকা দেয়া হচ্ছে। কিন্তু সৃজিত মুখার্জি এখনও ৪৫-এর গণ্ডি পার করেননি। তাহলে তিনি কীভাবে টিকা নিলেন?

অনেকে প্রশ্ন করেন- তিনি কি তাহলে তার বয়সের তথ্য গোপন করেছেন। আবার কেউ জানতে চেয়েছেন-হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা কি তার কাছে কোনো বয়সের নথি দেখতে চাননি?

সমালোচনার মুখে শেষ পর্যন্ত সৃজিত নিজের করোনা টিকা নেয়ার সেই পোস্টটি মুছে ফেলেন।

পরে আরেকটি পোস্টে বলেন, আমি আমার বন্ধু ইন্দ্রনীল রায়, যে ভ্যাক্সিন নিয়েছে তার থেকে জানলাম যে টিকার বয়স সীমা ৪০-এ নামিয়ে আনা হয়েছে। কিন্তু এখন আমি জানতে পারছি যে, বয়সসীমা ৪৫ রয়েছে। আমার বয়স ৪৪।

চলচ্চিত্র এই নির্মাতা আরো লিখেন, এবার আমি তো আর নিজেকে আন-ভ্যাক্সিনেট করতে পারব না, তবে কথা দিচ্ছি, আমি আর টিকার দ্বিতীয় ডোজ নেব না।