NewsOne24

এক বছর পর ঢাকা-বরিশাল রুটে বিমানের ফ্লাইট চালু শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০১:৩৩ এএম, ২৬ মার্চ ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

এক বছর বন্ধ থাকার পর ঢাকা-বরিশাল আকাশপথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান সার্ভিস শুক্রবার ফের শুরু হচ্ছে। করোনা সংক্রমণ শুরু হলে গত বছর ২১ মার্চ এ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ হয়ে যায়।

বিমান বাংলাদেশের বরিশাল কার্যালয়ের ব্যবস্থাপক সঞ্জয় কুমার কুণ্ডু জানান, শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকা থেকে একটি ফ্লাইট বরিশালের উদ্দেশে যাত্রা করবে। বরিশাল থেকে ঢাকায় রওনা হবে সকাল ১০টায়। প্রতিদিন একই সময়ে একটি ফ্লাইট থাকবে এ রুটে।

করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে গত বছর ১২ জুলাই থেকে নভোএয়ারের একক ফ্লাইট ও ১৬ জুলাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ডবল ফ্লাইট চালু হলেও অজ্ঞাত কারণে বন্ধ থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। এ নিয়ে সমালোচনা শুরু হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ২৬ মার্চ থেকে আবার এ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয়।