NewsOne24

এবার বলিউড কাঁপাতে আসছেন তিনি

শোবিজ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১১:১৮ এএম, ২৪ মার্চ ২০২১ বুধবার

আলিজে অগ্নিহোত্রি

আলিজে অগ্নিহোত্রি


নাম তার আলিজে অগ্নিহোত্রি। পরিচয়টা এবার একটু খেলাসা করেই বলি। আলিজে বলিউড অভিনেতা সালমান খানের (ভাইজানের) ভাগনি। বলিউড কাঁপাতে এবার তিনিই আসছেন।

এ নিয়ে অভিনেতা সালমান খানের পরিবারের আরো এক সদস্য পা রাখতে চলেছেন বলিউডে।

সালমানের বোন আলভিরা খান এবং অতুল অগ্নিহোত্রির কন্যা আলিজে। আলিজের বাবা অতুলও অভিনেতা এবং পরিচালক। সালমানের সঙ্গে একাধিক কাজও করেছেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সুরজ বরজাতিয়ার ছেলে অবনীশ বরজাতিয়ার ছবিতে দেখা যাবে আলিজেকে। তার নায়ক হিসেবে অভিনয় করতে পারেন সানি দেওলের পুত্র রাজবীর। তবে আনুষ্ঠানিক ভাবে এখনো কিছু ঘোষণা হয়নি।

জানা গেছে, রোমান্টিক কমেডি’ ঘরানার ছবি করবেন অবনীশ। অয়ন মুখোপাধ্যায়ের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র ধাঁচের গল্পে হতে পারে ছবিটি।

এর আগে সালমানের ‘দাবাং-৩’ ছবির মাধ্যমে আলিজের বলিউডে আত্মপ্রকাশের খবর বেরিয়েছিলো। পরে অবশ্য সেই খবরের সত্যতা মেলেনি। 

নিউজওয়ান২৪.কম/রাজ