গান্ধী শান্তি পুরস্কার পেলেন বঙ্গবন্ধু
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১২:১৪ এএম, ২৩ মার্চ ২০২১ মঙ্গলবার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার ২০২০-এ ভূষিত করেছে ভারত সরকার। আজ (সোমবার) এ পুরস্কার ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এ সময় তিনি বলেন, মানবাধিকার ও স্বাধীনতার বীরপুরুষ ছিলেন বঙ্গবন্ধু। তিনি ভারতীয়দেরও নায়ক ছিলেন। তার উত্তরাধিকার ও অনুপ্রেরণা দুই দেশের জন্যই ঐতিহ্য। তার দেখানো পথেই দুই দেশের বন্ধুত্ব, উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি আরো শক্তিশালী হয়েছে।
১৯৯৫ সাল থেকে প্রতিবছর ‘গান্ধী শান্তি পুরস্কার’ প্রদান করছে ভারত সরকার। সেবছর মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তার মতাদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত সরকার এই পুরস্কার চালু করে।
অহিংসা ও গান্ধীবাদী আদর্শে আর্থ-সামাজিক বা রাজনৈতিক পরিবর্তন সাধনের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করা হয়।