বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে পৃথক ভাবার সুযোগ নেই: রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১১:৫৪ পিএম, ২২ মার্চ ২০২১ সোমবার

মো. আব্দুল হামিদ
বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে পৃথক করে ভাবার সুযোগ নেই উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেন, বঙ্গবন্ধুর ইতিহাস শুরু হয়েছিল টুঙ্গিপাড়া থেকে। সেই শৈশব থেকে নিজের সুখ দুঃখ নিয়ে না ভেবে দেশের মানুষকে নিয়ে ভেবেছেন। আজীবন বাংলা ও বাঙালিকে ভালোবেসে গেছেন বঙ্গবন্ধু।
আজ (সোমবার) মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির মন্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এখন উন্নত সমৃদ্ধির দেশ হিসেবে বিশ্বের বুকে দাঁড়াচ্ছে। তিনি বলেন, সরকার যখন আন্তরিক ভাবে কাজ করে তখনই কেবল একটি রাষ্ট্র উন্নতির দিকে ধাবিত হয়।
জীবিত বঙ্গবন্ধুর চেয়ে অন্তরঙ্গের বঙ্গবন্ধু আরো শক্তিশালী বলে মনে করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
রাষ্ট্রপতি বলেন, দেশ বিভাগের পর শেখ মুজিব শুরু করেন বাঙালির অধিকার আদায়ের আন্দোলন। বঙ্গবন্ধুই ঘোষণা করেন পূর্ব বাংলার নাম হবে বাংলাদেশ। সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরতা নয় এ ছিল বঙ্গবন্ধুর কূটনৈতিক মূলনীতি।
‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে আয়োজিত ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার সোমবার ষষ্ঠদিনের অনুষ্ঠানের প্রতিপাদ্য ‘বাংলার মাটি আমার মাটি’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আয়োজিত এ অনুষ্ঠানে সীমিত আকারে ৫০০ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত আছেন।
অনুষ্ঠানের প্রথম পর্ব আলোচনা অনুষ্ঠান বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হয়েছে। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।