NewsOne24

‘মুশতাকের মৃত্যুতে কারাগার-হাসপাতালের ত্রুটি ছিল না’

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১১:৩৫ পিএম, ৯ মার্চ ২০২১ মঙ্গলবার

মুশতাক আহমেদ। ফাইল ছবি

মুশতাক আহমেদ। ফাইল ছবি

 লেখক মুশতাক আহমদের মৃত্যুর ঘটনায় কারাগার ও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ত্রুটি ছিলো না জানিয়ে প্রতিবেদন দিয়েছে গাজীপুর জেলা প্রশাসনের তদন্ত কমিটি।

মঙ্গলবার সকালে গাজীপুরের ডিসি এসএম তরিকুল ইসলাম গণমাধ্যমকর্মীদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, কামিশমপুর হাই সিকিউরিটি কারাগারে অসুস্থ হওয়া থেকে শুরু করে হাসপাতালে চিকিৎসা নেয়া পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল। এছাড়াও কারাগার কর্তৃপক্ষ ও চিকিৎসকদের দায়িত্ব অবহেলার কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি।

তবে এখনো ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া যায়নি। সেটি পাওয়া গেলে চূড়ান্ত কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান গাজীপুরের ডিসি। 

গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাশিমপুর কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন লেখক মুশতাক আহমেদ। প্রথমে কারা হাসপাতাল ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২০২০ সালের আগস্ট থেকে কারাবন্দি ছিলেন মুশতাক আহমেদ।