NewsOne24

১০ ইঞ্চি মাটির নিচ থেকে পুঁতে ফেলা শিশু উদ্ধার

বিশ্ব সংবাদ ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৮:২৩ পিএম, ৩০ জুলাই ২০১৭ রোববার

ফাইল ফটো

ফাইল ফটো

সাত দিন হয়েছে পৃথিবীর আলো দেখেছে শিশুটি। কিন্তু তার পৃথিবীর আলো দেখা হয়তো অন্ধকার নামিয়ে আনছিল মায়ের জীবনে। ধর্ষিতা কিশোরী মা তাই শিশু ছেলেকে জীবন্ত পুঁতে ফেললেন।

কিন্তু কথায় আছে- রাখে আল্লাহ মারে কে? মা যখন শিশুকে পুঁতে ফেলছিলেন, তখন তার দমবন্ধ হয়ে আসা কান্নার শব্দ পৌঁছে যায় পাশে খেলাধুলা করছিল এমন কয়েকটি শিশুর কানে।

এরপর তারা বড়দের এমন কান্নার শব্দ শোনার বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ ইঞ্চি মাটির নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আলৌকিকভাবে বেঁচে যায় শিশুটি।

শিশুটির গায়ে পিপড়ার কামড় রয়েছে রয়েছে এবং ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে সে। তবে তার অবস্থা এখন ভালোর দিকেই রয়েছে।

মা এবং শিশুর নাম গোপন রাখা হয়েছে। শিশুটিকে রাষ্ট্রীয় চিল্ড্রেন হোমে স্থানান্তর করা হবে।

জানা গেছে, ভারতের মধ্যপ্রদেশের বারওয়ানি জেলায় ১৭ বছর বয়সী কিশোরের ধর্ষণে গর্ভবতী হয়ে পড়ে ১৬ বছরের ওই কিশোরী। পরে বিষয়টি আড়াল করতে কিশোরীকে দ্রুত বিয়ে করতে বাধ্য করেন তার বাবা-মা। কিন্তু স্বামী ওই সন্তানকে মেনে নিতে অস্বীকৃতি জানান।

এক পর্যায়ে বাবার বাড়িতে সন্তান প্রসব করেন কিশোরী মা। এক সপ্তাহ পর গত ৩ জুলাই বাবার বাড়ির পাশে একটি গর্তে শিশুটিকে পুঁতে ফেলেন মা। কিন্তু শেষ পর্যন্ত অলৌকিক বেঁচে যায় শিশুটি।

বারওয়ানি জেলার পুলিশ প্রধান প্রশান্ত খারে বলেন, ওই কিশোরী ‘শিশুটি থেকে মুক্তি পেতে’ তাকে পুঁতে ফেলেন। এরপর সে তার শ্বশুর বাড়ি পার্শ্ববর্তী রাজ্য মহারাষ্ট্রে চলে যায়। তার বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হতে পারে বলে জানান তিনি।

এদিকে ধর্ষণের অভিযোগে ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

নিউজওয়ান২৪.কম