সেই আরিচা-কাজিরহাট ফেরি চলাচল শুরু
মানিকগঞ্জ প্রতিনিধি
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১২:১০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রোববার

সেই আরিচা-কাজিরহাট ফেরি চলাচল শুরু
দীর্ঘ ২০ বছর পর পুনরায় চালু হলো আরিচা-কাজিরহাট নৌ রুটের ফেরি সার্ভিস। আজ (শনিবার) সকাল সাড়ে ১০টায় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরিচা ফেরিঘাট থেকে ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়সহ বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও বেগম রোকেয়া নামের দুটি ফেরি এই রুটে যুক্ত করা হয়েছে। বেগম রোকেয়া নামের ফেরিতে নৌ প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টরা কাজিরহাট পরিদর্শনে যান। পরে মতিউর রহমান ফেরিটি ১৫টি ট্রাক নিয়ে আরিচা থেকে ছেড়ে যায়।
উল্লেখ্য, ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি নাব্য সংকটের কারণে আরিচা থেকে ফেরিঘাট পাটুরিয়ায় স্থানান্তর করা হয়। নতুন এ ঘাট নির্মাণ ব্যয় হয়েছে ১৪ কোটি টাকা।