কুমিরের এ কি কাণ্ড! (ভিডিও)
ইত্যাদি ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১২:১৪ এএম, ২৭ জুলাই ২০১৭ বৃহস্পতিবার

আস্ত একটা গরু নদীতে টেনে নিয়ে যাচ্ছিল বিশালাকায় এক কুমির। ঘটনায় স্তম্ভিত দুই জেলে ড্রোনে ধারণ করেছেন ঘটনার এক অবিশ্বাস্য ভিডিও।
পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বারলির ‘ওরা নদীতে’ গত ২১ জুলাই এ ঘটনা ঘটে। খবর: ডেইলি মেইল।
দুই জেলের ভাষ্যমতে, তারা মাছ ধরতে গিয়ে দেখেন পাঁচ থেকে ছয় মিটার লম্বা কুমিরটি তীর থেকে গরুটিকে টেনে নদীর দিকে নিয়ে যাচ্ছে। তবে তাৎক্ষণিক এটা ক্যামেরায় ধারণ করার মতো অবস্থায় ছিল না।
এটা ছিল প্রায় দুই কিলোমিটার দূরে। তাই কুমিরটি তেমন তাড়াহুড়া করছিল না। কুমিরটির তুলনায় গরুটিকে কিছুই মনে হচ্ছিল না।
মিনিট খানেক পর দেখা যায়, অতিকায় কুমিরটি গরুটিকে টেনে পানির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মূলত উপরে উড়তে থাকা ড্রোন থেকে বাঁচতেই কুমিরটি এ চেষ্টা করে।
ঘটনা বর্ণনা করতে গিয়ে জেলেদের একজন বলেন, এই ভিডিও ফুটেজ হলো এমন এক বিস্ময়কর চিত্র যে, এসব বৃহদাকার প্রাণী কেমন শক্তিশালী হয় তারই প্রমান!
নিউজওয়ান২৪.কম