পাকিস্তানে গাড়ি লক্ষ্য করে গুলি, ৪ নারী উন্নয়নকর্মী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১০:৪২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

সংগৃহীত ছবি
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে উন্নয়নকর্মীদের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে অন্তত চার নারী উন্নয়নকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।
আজ (সোমবার) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মির আলি শহরের কয়েক কিলোমিটার পূর্বে ইপ্পি গ্রামের কাছে এ হামলার ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম আল জাজিরা’র প্রতিবেদন এ তথ্য জানানো হয়। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা শফিউল্লাহ গান্দাপুর টেলিফোনে সংবাদমাধ্যমটিকে এ তথ্য জানায়।
তিনি বলেন, হামলায় অন্তত চার নারী নারী উন্নয়নকর্মী নিহত হয়েছেন। উন্নয়নকর্মীদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। তারপর তারা সেখান থেকে পালিয়ে যায়।
গাড়ির চালক গুলিতে আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।