বংশালের সেই অন্তঃসত্ত্বার করোনা শনাক্ত, পুলিশ সঙ্গী
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৯:১৩ পিএম, ১১ মে ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
গত পাঁচদিন আগে পুরান ঢাকায় যে অন্তঃসত্ত্বাকে পুলিশের গাড়িতে করে হাসপাতালে নেয়া হয়েছিল, নমুনা পরীক্ষায় তার শরীরে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
করোনাভাইরাসের উপসর্গ থাকায় গত ৬ মে হাসপাতালে যেতে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে গাড়ি না পেয়ে পুলিশের শরণাপন্ন হয়েছিল ওই নারীর পরিবার।
ওইদিন কয়েক হাসপাতাল থেকে ব্যর্থ হয়ে ফেরার পর ঢাকা মেডিকেলে ওই নারীর নমুনা পরীক্ষা করিয়ে দিতে সক্ষম হয় পুলিশ। পরে কিছু খাবার দিয়ে তাকে বাসায় পৌঁছে দিয়েছিল পুলিশ।
বংশাল থানার ওসি শাহীন ফকির সোমবার সংবাদমাধ্যমকেকে বলেন, ‘ওই নারীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।’
তিনি বলেন, আগামী ১৭ মে ওই নারীর সন্তান জন্ম দেয়ার সম্ভাব্য তারিখ রয়েছে। তবে চিকিৎসকের পরামর্শে তাকে আজ (সোমবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ওসি শাহীন ফকির বলেন, ‘ওই অন্তঃসত্ত্বাকে তার কসাইটুলীর বাসা থেকে হাসপাতালে নিতে সোমবারও পুলিশের গাড়ি পাঠানো হয় এবং হাসপাতালে ভর্তির যাবতীয় কাজ পুলিশ করেছে।’
তিনি বলেন, ‘গত বুধবার থেকেই পুলিশ ওই নারীর বিষয়টি খেয়াল রেখেছে এবং খাবার সরবরাহসহ সুবিধা-অসুবিধা লক্ষ্য রেখেছে।
‘সিনিয়র স্যাররা আগেই আমাদের জানিয়েছেন, যেহেতু এই নারী হাসপাতালে যাওয়ার জন্য গাড়ি পেতে সমস্যা হয়েছিল, ডেলিভারির সময়ও হাসপাতালে যেতে সমস্যা হবে। তাই পুলিশ সবসময় এই বিষয়টি খেয়াল রেখেছে এবং সোমাবারও তাকে হাসপাতালে নিয়ে গেছে।’
নিউজওয়ান২৪.কম/এমজেড