সাধারণ ছুটি বাড়লো আরো ১০ দিন
নিউজ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০২:৪২ পিএম, ২৩ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

ফাইল ফটো
মহামারি নভেল করোনাভাইরাস মোকাবিলায় সাধারণ ছুটি আরো ১০ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ৫ মে পর্যন্ত এ ছুটি বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ যেন ছড়িয়ে না পড়ে- সেটি প্রতিরোধে সরকারের নির্বাহী আদেশে চার দফায় ২৫ এপ্রিল পর্যন্ত দেশে সাধারণ ছুটি চলছে।
গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় ছুটি ঘোষণা করা হয়। করোনা সংক্রমণ প্রতিরোধে পরে এই ছুটি বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়।
এরপর ১৪ এপ্রিল এবং সর্বশেষ চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। এবার পরিস্থিতি বিবেচনায় নিয়ে পঞ্চম দফায় এ ছুটি বাড়ানো হলো।
নিউজওয়ান২৪.কম/এমজেড