NewsOne24

পদ্মাসেতুর ২৮তম স্প্যান বসলো, দৃশ্যমান হলো চার হাজার ২শ’ মিটার 

নিউজ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১২:২৪ পিএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়- ছবি: সংগৃহীত

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়- ছবি: সংগৃহীত


পদ্মাসেতুর ২৮তম স্প্যান বসানো হয়েছে আজ শনিবার (১১ এপ্রিল)। এতে দৃশ্যমান হয়েছে সেতুর চার হাজার ২শ’ মিটার। ২৭তম স্প্যান বসানোর ১৪ দিন পর নতুন ২৮তম স্প্যানটি বসানো হলো আজ। এতে বাকি রইলো ১৩টি স্প্যান।

পদ্মা সেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ‘৪-বি’ স্প্যানটি। পিলার দু’টির অবস্থান মুন্সিগঞ্জের মাওয়া ও মাদারীপুরে শিবচরে।
 
সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় স্প্যান বসানোর কার্যক্রম। ৯টার দিকে ২০ ও ২১ নম্বর পিলারের ওপর দেশি-বিদেশি প্রকৌশলীদের চেষ্টায় সফলভাবে বসানো সম্ভব হয়েছে স্প্যানটি।

তিনি আরো জানান, শুক্রবার (১০ এপ্রিল) সকালে মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে নেয়া হয়। এ মাসের শেষ সপ্তাহে ২৯তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে প্রকল্প সংশ্লিষ্টদের।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণে কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন।

নিউজওয়ান২৪.কম/এমজেড