৩০ বিচারকের হোম কোয়ারেন্টাইন শেষ, সুস্থ আছেন সবাই
নিউজ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০১:৫৯ পিএম, ৩০ মার্চ ২০২০ সোমবার
হাইকোর্ট -ফাইল ফটো
প্রাণঘাতী করোনাভাইরাস তথা কোভিড-১৮ সংক্রমণ রোধে আইন মন্ত্রণালয়ের আদেশে হোম কোয়ারেন্টাইনে থাকা দেশের বিভিন্ন আদালতের ৩০ জন বিচারক সুস্থ আছেন।
কোয়ারেন্টাইন শেষ হওয়ায় আগামী ৪ এপ্রিলের পর থেকে তারা কাজে যোগ দিতে পারবেন।
সোমবার (৩০ মার্চ) আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. মো রেজাউল করিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৫ মার্চ থেকে হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছেন এ বিচারকরা। হোম কোয়ারেন্টাইনের ১৪ দিনের মেয়াদ হচ্ছে আজ সোমবার (৩০ মার্চ)। সতর্কতার জন্য হোম কোয়ারেন্টাইনের মেয়াদ একদিন বাড়ানো হয়েছে। অর্থাৎ ২৯ মার্চ পর্যন্ত তারা হোমে ছিলেন। এরপর নিয়ম অনুযায়ী বিচারিক কাজে যোগদান করতে পারবেন।
বিচারকরা কবে নাগাদ কাজে যোগদান করবেন, এ বিষয়ে তিনি বলেন, সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষে তারা কাজে যোগদান করবেন। সেটা ৪ এপ্রিলের পর।
রেজাউল করিম বলেন, আইন মন্ত্রণালয়ের আদেশ এ বিচারকরা অস্ট্রেলিয়ায় ট্রেনিং করতে গিয়েছিলেন। গত ১৫ মার্চ দেশে ফেরেন তারা। এরপর করোনার সতর্কতা হিসেবে হোম কোয়ারেন্টান শুরু করেন। তাদের মধ্যে একজন বরিশালের বিচারক রয়েছেন, যিনি দেশে ফিরে অফিসে গিয়ে তার সব কাজ বুঝিয়ে দিয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
নিউজওয়ান২৪.কম/এমজেড