করোনার সংক্রমণ রোধে ১০ দিনের ছুটি
নিউজ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৩:০৪ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার

এ ছুটি কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল এবং জরুরি সেবার জন্য প্রযোজ্য হবে না।
করোনাভাইরাস তথা কোভিড-১৯ এর সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকারঘোষিত ১০ দিনের সাধারণ ছুটি আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে শুরু হয়েছে।
এর মধ্যে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ও পরে ২৭ ও ২৮ মার্চের সাপ্তাহিক ছুটিও যোগ হবে। ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। এছাড়া ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি এ ছুটির সঙ্গে যোগ হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। তবে এ ছুটি কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল এবং জরুরি সেবার জন্য প্রযোজ্য হবে না।
বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব এবং সতর্কতামূলক ব্যবস্থার জন্য বেসরকারি প্রশাসনকে সহায়তা দিতে গত মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সেনাবাহিনী নিয়োজিত হয়েছে।
করোনাভাইরাসের কারণে নিম্ন আয়ের কোনো ব্যক্তি শহরে জীবনযাপনে অক্ষম হলে সরকার তাকে ঘরে ফেরা কর্মসূচির অধীনে নিজ গ্রাম বা ঘরে প্রয়োজনীয় সহায়তা দেবে। এ বিষয়ে জেলা প্রশাসকেরা ব্যবস্থা নেবেন।