করোনা ইস্যু: শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত খোলা থাকছে
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৯:০০ এএম, ১১ মার্চ ২০২০ বুধবার

শিক্ষা মন্ত্রণালয়-ফাইল ফটো
প্রাণঘাতী নোভেল করোনাভাইরাস তথা কোভিড-১৯ ইস্যুতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে এখনো কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আপাতত চালু থাকবে।
মঙ্গলবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে এখনো কোনো রকমের সিদ্ধান্ত নেয়া হয়নি। অথচ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে বলে একটি মহল গুজব ছড়াচ্ছে। এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।
তিনি আরো বলেন, শিক্ষামন্ত্রণালয় আইইডিসিয়ার এর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
সম্প্রতি বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত করেছে আইইডিসিআর। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এর মধ্যে দুজন ইতালি ফেরত। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
এ অবস্থায় পরিস্থিতি মোকাবিলায় অস্থায়ীভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে কি না সে বিষয়ে দেশব্যাপী আলোচনা চলছে।
নিউজওয়ান২৪.কম/এমজেড