NewsOne24

বদলে গেলো বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি

খেলা ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১২:৩৪ এএম, ৫ মার্চ ২০২০ বৃহস্পতিবার

ট্রফি হাতে মুমিনুল হক ও আজহার আলী-ছবি: সংগৃহীত

ট্রফি হাতে মুমিনুল হক ও আজহার আলী-ছবি: সংগৃহীত


বাংলাদেশ তৃতীয় দফা পাকিস্তান সফরে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলবে। ৩ এপ্রিল মাঠে গড়ানোর কথা ছিলো একমাত্র ওয়ানডে ম্যাচটি। একদিন বিরতি দিয়ে ৫ এপ্রিল শুরু হওয়ার কথা ছিলো সিরিজের দ্বিতীয় টেস্ট।

পূর্ব নির্ধারিত সে সূচিতে এসেছে পরিবর্তন।

টেস্ট ম্যাচের আগে প্রস্তুতির জন্য আরেকটু বেশি সময় চেয়ে পিসিবির কাছে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের সেই চাওয়া মেনে নিয়েছে দেশটির বোর্ড। তাই পরিবর্তন এসেছে বাংলাদেশের পাকিস্তান সফরের সূচিতে।

পরিবর্তির সূচিতে টেস্ট ম্যাচের সময়ে কোনো পরিবর্তন আসেনি। তবে ওয়ানডে ম্যাচটি দুইদিন এগিয়ে ১ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। টেস্টের আগে প্রস্তুতির জন্য তাই ৩ দিন সময় পাচ্ছেন মুমিনুল-মাহমুদউল্লাহরা। 

সিরিজকে সামনে রেখে ২৯ মার্চ দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। গত মাসে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ দল।

নিউজওয়ান২৪.কম/এমজেড