NewsOne24

পোষা কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভারতীয় মেজর

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৬:২০ পিএম, ১ মার্চ ২০২০ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতীয় জম্মু ও কাশ্মিরে এক সেনা কর্মকর্তা আগুনের কবল থেকে তার পোষা কুকুরকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন।

রবিবার ভারতীয় হিন্দি পত্রিকা জাগরণ.কম জানায়,  মেজর অঙ্কিত বুধরাজ নামের ওই সেনা কর্মকর্তা ঘটনাস্থলেই মারা যান। আগুন থেকে তার দুটি পোষা কুকুরকে বাঁচাতে গিয়ে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়ছেলিনে তিনি। ভারতীয় 
সেনাবাহিনীর এসএসটিসি'র সঙ্গে সংযুক্ত সিগন্যালস কোরে কর্মরত ছিলেন এই  পশুপ্রেমি সাহসী সেনা কর্মকর্তা।

পত্রিকায় প্রকাশিত খবরে জানা গেছে, কাশ্মির উপত্যকার বারামুল্লা জেলার গুলমার্গ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, গত শনিবার রাতে সেনা কর্মকর্তা মেজর অঙ্কিতের বাসায় আগুন লাগে। এসময় তিনি বাসায় থাকা তার স্ত্রী ও এক জোড়া কুকুরকে বাঁচাতে তৎপর হয়ে উঠনে। সাফল্যের সঙ্গে স্ত্রী ও একটি কুকুরকে উদ্ধার করে বাসার বাইরে নিয়ে আসেন। 

এরপর অপর কুকুরটিকে বাঁচাতে চেষ্টা চালান। এসময় তার শরীরের ৯০% অগ্নিদগ্ধ হয় এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। 

পরে অবশ্য অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নিউজওয়ান২৪.কম/আরকে