শিকার ধরতে গিয়ে নিজের প্রাণ গেল (ভিডিও)
ইত্যাদি ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১১:৫৯ পিএম, ৪ জুলাই ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১২:০৮ এএম, ৫ জুলাই ২০১৭ বুধবার

শিকার ধরতে গিয়ে ১২ ফুট দীর্ঘ বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ে চিতাবাঘ। কিন্তু বিদ্যুৎ কতটা ভয়ানক তা প্রাণ দিয়েই টের পেতে হল। শিকার ধরতে গিয়ে তাই নিজেই পরিণত হল শিকারে। বিদ্যুতের তারে জড়িয়ে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় চিতা বাঘটির। সোমবার ভারতের তেলাঙ্গানার নিজ়ামাবাদ জেলার মল্লারাম এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এলাকাটির কাছের জঙ্গল থেকে চিতাবাঘটি লোকালয়ে ঢুকে যেত। স্থানীয়রা বেশ কিছুদিন ধরে বিষয়টি লক্ষ্য করে বন বিভাগকেও জানান। তারা নিজেরাও সতর্ক থাকতেন। কিন্তু ওইদিন বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ায় শেষ পর্যন্ত মৃত্যুই হল বাঘটির।
বন বিভাগের কর্মকর্তারা জানান, চিতাবাঘটির শরীরে হাই ভোলটেজের তার জড়িয়ে গিয়েছিল। ফলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়। খুঁটি থেকে চিতার দেহ ঝুলছে, এমন খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসেন স্থানীয়রা।
পরে বন বিভাগকে জানানো হলে সেখানকার কর্মীরা বিদ্যুৎ সরবরাহ সাময়িক বিচ্ছিন্ন করে চিতা বাঘের দেহটি নিচে নামিয়ে আনেন। তাদের মতে, খাবারের খোঁজেই চিতাটি জঙ্গল থেকে লোকালয়ে এসেছিল। শিকারের পিছু নিয়ে সম্ভবত সেটি খুঁটিতে উঠে পড়েছিল।
চিতাবাঘের মরদেহ পরীক্ষা করে বন বিভাগ জানায়, ৪ বছর বয়সের শ্বাপদটি সম্ভবত ক্ষুধার যন্ত্রণায় লোকালয়ে প্রবেশ করে। কেননা, মল্লারামের এক কিলোমিটারের মধ্যেই রয়েছে ঘন জঙ্গল।
নিউজওয়ান২৪.কম