NewsOne24

ইসলাম পরিপন্থী লোগো জার্সিতে রাখতে উইলিয়ামসের অস্বীকার

ইত্যাদি ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ৯ ফেব্রুয়ারি ২০২০ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত


ইসলামি বিধানের পরিপন্থী বাজিকরদের লোগো জার্সিতে রাখতে অস্বীকার করেছেন সানি উইলিয়ামস। তিনি ২০০৮ সালে ফ্রান্সে থাকাকালীন ইসলাম গ্রহণ করেন।  

সানি উইলিয়ামস বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ও নিউজিল্যান্ডের বক্সিং চ্যাম্পিয়নশীপের খেতাব অর্জন করেন। এছাড়াও অনেক পুরষ্কার এবং খেতাব প্রাপ্ত হন।

তার এ সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কানাডীয় রাগবি দল। তার দলকে স্পনসারকারী কোম্পানির লোগো নিজ ধর্মীয় বিধানের পরিপন্থী হওয়ায় জার্সিতে রাখতে অস্বীকার করেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সানি উইলিয়ামস ইসলামী বিধান রক্ষার প্রতি আগ্রহী এবং অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধার আহ্বান জানান।

সানি উইলিয়ামস রাগবি ইউনিয়ন, রাগবি লীগ ও বক্সিংসহ বিভিন্ন খেলাধুলা করেছেন। তিনি সেরা খেলোয়াড়ের খেতাব জিততে অস্ট্রেলিয়ায় খেলতে যান। এরপর তিনি রাগবির পাশাপাশি বক্সিং খেলার সিদ্ধান্ত নেন।

নিউজওয়ান২৪.কম/এমজেড