ফের উত্তরের মেয়র আতিক
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৮:৩১ এএম, ২ ফেব্রুয়ারি ২০২০ রোববার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন আবারো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। - ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আবারো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম।
তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়ালকে ১ লাখ ১৭ হাজার ৫০ ভোটে পরাজিত করেছেন।
আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট। তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।
এছাড়া মেয়র পদে কাস্তে প্রতীকে আহম্মেদ সাজেদুল হক রুবেল পেয়েছেন ১৫ হাজার ১২২ ভোট, হাতপাখা প্রতীকে শেখ ফজলে বারী মাসউদ ২৮ হাজার ২০০ ভোট, আম প্রতীকে আনিসুর রহমান দেওয়ান ৩ হাজার ৮৫৩ ভোট, বাঘ প্রতীকে শাহীন খান পেয়েছেন ২ হাজার ১১১ ভোট।
এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
এরপর আগারগাঁওয়ের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অস্থায়ী ঘোষণা কেন্দ্রে আসতে থাকে ফলাফল। এর ভিত্তিতে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম রাত পৌনে ৩টায় এ ফলাফল ঘোষণা করেন।
ঢাকার উত্তর সিটিতে ভোটার ছিলো ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। যার মধ্যে পুরুষ ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ ও নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন।
ঢাকার দুই সিটিতে প্রথমবার ইভিএমে ভোট নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দুই সিটিতে ভোটগ্রহণের জন্য ২৮ হাজার ৮৬৮টি ইভিএম ব্যবহার করা হয়। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ৭ হাজার ৮৫৭টি ছিলো। যেখানে মোট ১৫ হাজার ৬৯২টি মেশিন ব্যবহৃত হয়।
ঢাকা উত্তর মেয়র প্রার্থীর পাশাপাশি ৫৪টি সাধারণ ওয়ার্ডের বিপরীতে ২৫১ জন কাউন্সিলর ও ১৮টি সংরক্ষিত ওয়ার্ডে ৭৭ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন।
নিউজওয়ান২৪.কম/এমজেড